রাজশাহীতে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১২টি অস্ত্র ১৬৬ টি গুলি উদ্ধার করেছেন আনসার ও ভিডিপি। ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশত্যাগের পর সারা দেশের মতো রাজশাহীর বিভিন্ন থানা ও মেট্রোপলিটনে হামলা, ভাংচুর ও অস্ত্রলুট হয়।

আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেন। রাজশাহী জেলা আনসার ও ভিডিপি অফিসের তত্ত্বাবধানে ১২ টি অস্র, ১৬৬ টি গুলি, ১ টি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড, চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ ২ যুবক গ্রেপ্তার

রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম বলেন, হামলাও ভাঙচুরের পর থেকে পুলিশ শূন্য সকল থানা, মেট্রোপলিটন, পুলিশ লাইন্সের নিরাপত্তায় নিয়োজিত হয় আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্যরা। তারা বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেন। এসব অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে রাজশাহী পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে।