সিরাজগঞ্জে হাসপাতালে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ, তত্ত্বাবধায়ক বদলি

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ ও গলা কাটতে চাওয়া সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়কে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে তাঁকে বরিশাল আইএসটিতে বদলি করা হয়েছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   ভুল রক্তে রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বজনদের অভিযোগ

এর আগে সোমবার সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এ সময় তত্ত্বাবধায়ক শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ ও শিক্ষার্থীদের গলা কাটতে চান তত্ত্বাবধায়ক রতন কুমার রায়।

আরও পড়ুনঃ   কলেজ কর্তৃপক্ষের শর্ত মেনে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের

এদিকে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁর পদত্যাগ ও শাস্তি দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয় বদলির আদেশ দেয়।