ডিজিএফআই, এমআইএসটি, আনসার ও ভিডিপির শীর্ষ পদে রদবদল

অনলাইন ডেস্ক: ডিজিএফআই, এমআইএসটি, আনসার ও ভিডিপির শীর্ষ পদে রদবদল বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।

আরও পড়ুনঃ   ৫০০ টাকার জন্য শিশুকে ব্রহ্মপুত্রে ফেলে দিলো যুবক

সেই সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্টের দায়িত্ব পালন করবেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।

আরও পড়ুনঃ   শোকাবহ আগস্টের প্রথম দিন আগামীকাল

আজ সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।