ছাত্র আন্দোলনে আহতদের দেখতে আরপিএমসিএইচে যান ড. ইউনূস

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান।
পরিদর্শনকালে তিনি আহতদের অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরআগে সকালে ড. ইউনূস পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্ত¡না দেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
রংপুর সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বেরোবিতে সিভিল সার্ভিস চাকরির জন্য শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়কারী আবু সাঈদ আন্দোলনের সময় সামনে থেকে প্রতিবাদের নেতৃত্ব দেন। তিনি বেরোবি’র ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
গত ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাঈদ।
পরদিন পীরগঞ্জ উপজেলায় তাকে দাফন করা হয়।-বাসস