অলিম্পিকে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব

অনলাইন ডেস্ক : ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া ভেন্যু স্তাদে দ্য ফ্রান্স প্যারিসের অতি নিকটবর্তী সেন্ট ডেনিসে অবস্থিত। সেন্ট ডেনিসে মুলত ফুটবলের ভেন্যু হলেও অলিম্পিকে অ্যাথলেটিক্স ও রাগবি হচ্ছে।

গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। আজ সকালে হিট থাকলেও স্তাদে দ্য ফ্রান্সের গ্যালারি পরিপূর্ণ। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছয় নম্বর হিটে ছয় নম্বর লেনে ছিলেন। ইমরান হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হন। তার টাইমিং ১০.৭৩ সেকেন্ড। যা তার স্বাভাবিক টাইমিংয়ের চেয়ে অনেক বেশি।

আরও পড়ুনঃ   ক্রীড়াঙ্গনে অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান উপদেষ্টার

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে ছয় হিটের প্রথম দুই জন ও বাকিদের মধ্যে শীর্ষ চার জন প্রথম রাউন্ডে খেলবেন। ইমরানের হিটে তার টাইমিং ছিল সবচেয়ে ভালো। ১০.১১ সেকেন্ড টাইমিং নিয়ে ইমরান ষষ্ঠ হয়েছেন।

আরও পড়ুনঃ   ১২৫ বছর ধরে কেন বিদেশি খেলোয়াড় কেনে না বিলবাও

প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষটা ভাল হলো না তার। অলিম্পিকের মঞ্চ থেকে আবারও বাংলাদেশের জন্য ভেসে এলো হতাশার খবর।