সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (৩ আগস্ট) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসীমূলক কর্মকান্ডের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের অবস্থান কর্মসূচি চলাকালীন জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।