গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিপিএসসি, র‌্যাব-৫ রাজশাহীর একটি দল শনিবার ৩ আগস্ট রাত দেড়টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ১১২ কেজিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় কাভার্ড ভ্যান ১টি, গাড়ির কাগজ ১ সেট, ড্রাইভিং লাইসেন্স ১ টি, মোবাইল ৩ টি এবং সিমকার্ড ৩ টি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য কুমিল্লা জেলা থেকে কাকনহাট হয়ে একটি বড় কাভার্ড ভ্যানের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল ওই আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কদমশহর মোড়ে পৌছে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ০১ জন আসামিকে গ্রেফতার করে এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করে।
পরবর্তীতে কাভার্ড ভ্যান তল্লাশি করে মাদকের সন্ধান না পেলে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তার অপর সহযোগী মূলহোতা ০১ নং আসামীর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আনলোড করে রেখে কুমিল্লায় চলে যাচ্ছিল। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ধৃত ০১নং আসামীর বসতবাড়িতে পৌছে তাকে আটক করা হয় এবং বসতবাড়ি তল্লাশি করে বসতবাড়ির উত্তরাংশে থাকা টিনের ছাউনির নীচে খড়ির ভিতরে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামিদ্বয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কৌশলে সুদূর কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।