শনিবার সকাল ৬ টা খেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল

স্টাফ রিপোর্টার: জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সংঘবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন (কারফিউ) জারী করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ৩ আগস্ট ২০২৪ শনিবার সকাল ৬ ঘটিকা হতে রাত ৯ ঘটিকা পর্যন্ত শিথিল করা হয়েছে।
তবে ৩ আগস্ট ২০২৪ শনিবার রাত ৯ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরএমপি’র কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।