আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক জনাব মোহা: আবু বাককার ৩১ জুলাই ২০২৪ তারিখ সকাল ৯.৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের বর্তমান অবস্থা, ভৌত অবকাঠামো ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং মাঠ পর্যায়ে বাউবি’র অ্যাকাডেমিক প্রোগ্রামসমূহে ভর্তি কার্যক্রম পরিচালনায় আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটর এবং উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগত প্রোগ্রাম সমন্বয়কারী ও টিউটরগণ মাঠ পর্যায়ে প্রোগ্রাম পরিচালনায় বিভিন্ন ধরনের সমস্যাবলী তুলে ধরেন এবং সমস্যাবলী সমাধানে আঞ্চলিক পরিচালকের সহযোগিতা কামনা করেন। এছাড়া উপ-আঞ্চলিক কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ অফিসের বিভিন্ন সমস্যাসমূহ তুলে ধরেন।
আঞ্চলিক পরিচালক সকলের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তাঁদেরকে সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন’ আমাদের সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম। এই সীমিত সম্পদ দিয়েই নিজস্ব বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে উদ্ভুত সমস্যাবলী মোকাবিলা করতে হবে। তিনি এসএসসি প্রোগ্রামে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী ভর্তি করায় উপ-আঞ্চলিক পরিচালক জনাব মো: শামসুজ্জামান এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারের সমন্বয়কারী জনাব মো: কামরুজ্জামান ও রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারের সমন্বয়কারী জনাব মো: সামিউল ইসলামসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতেও শিক্ষার্থী ভর্তিতে বর্তমান ধারা বজায় রাখার জন্য অনুরোধ জানান। সভায় চলমান এইচএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে কি ধরনের প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করা যায় তা জানতে চান এবং এ বিষয়ে উপস্থিত সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ ও এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী জনাব মো: শরিফুল আলম, রানীহাটি ডিগ্রি কলেজের এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী জনাব মোহাম্মদ আজগর আলী এবং নামোশংকরবাটি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের টিউটর জনাব মো: তৌহিদুল ইসলাম।