সাংবাদিক কাজী গিয়াসের স্ত্রী মনোয়ারা বেগমের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সাধুর মোড় নিবাসী সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসের স্ত্রী মনোয়ারা বেগমের মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি মৃত্যুকালে স্বামী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব নগরীর সাধুর মোড় এলাকায় মরহুমার প্রথম ও হেতেমখাঁ মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে হেতেমখাঁ গোরস্থানে মরহুমার মায়ের কবরের পাশে দাফন করা হয়।
সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস সহধর্মিনীর মৃত্যুর খবর নিশ্চিত করে করেন বলেন, দদীর্ঘ প্রায় এক মাস থেকে তিনি অসুস্থ ছিলেন। প্রথমে গত পহেলা জুলাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়েছেন তার লিভারে পানি জমে গিয়েছে। অবস্থার অবণতি হলে তাকে কয়েকদিন আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক শোক বিবৃতিতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অন্যদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য ও সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসের সহধর্মিনী মনোয়ারা খাতুন শাহানা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন আরইউজে নেতৃবৃন্দ। আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি যৌথ এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মনোয়ারা খাতুন শাহান‘র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।