সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে রাসিকের ১৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় শিরোইল কলোনীতে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৯ নং ওয়ার্ডে অবস্থিত ২৪টি মাদ্রাসা এবং ২৩ টি স্কুলের প্রধান শিক্ষক, মুহতামিম ও পরিচালনা পরিষদকে নিয়ে মঙ্গলবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার সেকেন্ড অফিসার মুস্তাক আহমেদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের উপসচিব শমসের আলী।