অনলাইন ডেস্ক: একাত্তরের স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি আজকের মধ্যেই নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।
আইনমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরকে আজ (বুধবার) মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে। জামায়াত-শিবিরের রাজনীতি কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে, তা তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। একটা ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসব। কোন আইনি প্রক্রিয়ায় হবে, সেটা যখন সিদ্ধান্ত নেব তখন জানাব। কালকের মধ্যে এই সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ।
এর আগে আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, আইনগত বিষয় ভালোভাবে বিশ্লেষণ করে এবার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কখনোই আর ‘ফাঁকফোকর’ গলে তারা বের হতে না পারে। ‘এখন এই সিদ্ধান্ত (নিষিদ্ধ) বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, তার আইনগত দিক দেখেশুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে,’ যোগ করেন তিনি।
কাদের বলেন, কারণ, আমরা আইনগত ভিত্তি ভালভাবে দেখে নিতে চাই। যাতে কোন ফাঁকফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়।
স্বাধীনতার পর জামায়াতে ইসলামীর রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার। কিন্তু পরে সেনাশাসক জিয়াউর রহমানের সময় আবার রাজনৈতিক অধিকার ফিরে পায় জামায়াত।
এরপর প্রায় সাড়ে চার দশক ধরে ধর্মভিত্তিক দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠছে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার পর সে দাবি আরো জোরালো হয়।
যুদ্ধাপরাধীরে বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যায় জামায়াতের সংশ্লিষ্টতা উঠে আসে। গণ প্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধন হারায় দলটি। এরপর গত তিনটি নির্বাচনে ভোটে অংশ নিতে পারেনি জামায়াত। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে তাণ্ডব ও নাশকতা চালানোকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।
শেখ হাসিনা বলেন, এখানে ওই শিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত; এরাই কিন্তু এবং জঙ্গি… এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের ওপর থাবা দিয়েছে। তথ্যসুত্র: একাত্তর টিভি