দুর্গাপুরে আনসার ও ভিডিপি আয়োজনে বৃক্ষরোপন

দুর্গাপুর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ উপলক্ষে দুর্গাপুরে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে দুর্গাপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি চত্বরে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা: সেলিনা আখতার। এসময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক বিচছাদ আলী,মাড়িয়া ইউনিয়ন দলনেতা আব্দুর রশিদ, ইউনিয়ন আনসার কমান্ডার ঈদ্রিস আলী, উপজেলা সহকারী কোম্পানী কমান্ডার আক্কাস আলী, কমান্ডার আব্দুর রাজ্জাক, মমতাজ খাতুন, ইউনিয়ন গ্রাম প্লাটুন কমান্ডার সায়েম উদ্দিন, ইউনিয়ন দলনেত্রী খুরশিদা খাতুন প্রমূখ।