তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এক প্রতিবন্ধি কিশোরীকে (২১) ধর্ষণ করা হয়েছে। এঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে তানোর থানায় মামলা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিনোশো গ্রামে। পুলিশ ধর্ষক তোফাজ্ঝল হোসেন তোফাকে (৩৩) আটক করেছে। তোফা চিনাশো সরদারপাড়ার হাবিবুর রহমানের পুত্র। বুধবার সকালে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষা কার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে মঙ্গলবার সকালে তার পরিবারের সদস্যরা কাজ করার জন্য মাঠে যায়। বেলা ১২ টার দিকে বাড়িতে একা পেয়ে তোফা ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, আসামী তোফাকে সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।