স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, সারাদেশের কৃষকরাই জানেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। কৃষকের সার ও বীজসহ সকল উপকরণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আবার কৃষক যাতে তার উৎপাদিত পন্য বিক্রি করে লাভবান হয় সেদিকেও গুরুত্ব দেয়া হচ্ছে। পণ্য বাজারজাত করণের ক্ষেত্রে সব ধরণের প্রতিকূলতা দূর করেছে বর্তমান সরকার। তারই ফলশ্রুতিতে আজ দেশজুড়ে সারাবছরই সবুজের সমারোহ।
অনুষ্ঠানে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত ৩০জন কৃষককে বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়। প্রত্যেক কৃষককে একটি হ্যান্ড স্প্রেয়ার, ১টি সিকেচার ও ১টি গ্রাফটিং নাইফ বিতরণ করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, ভাইস চেয়ারম্যান বিন বেল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, বাকশিমল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহনপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
