তানোরে আমন খেতে বিষ দিলো প্রতিপক্ষকরা

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোর পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলরের জমির রোপা আমন ধান বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার জমিতে গিয়ে দেখতে পান কে বা কারা জমিতে ঘাষ মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে রোপা আমন ধান। এঘটনায় কোন অভিযোগ করা হয়নি। তবে, মঙ্গলবার দুপুরে তানোর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জমির মাঠে গিয়ে পুড়িয়ে দেয়া জমির ধান পরিদর্শক করেছেন।
তানোর পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মুঞ্জুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দখলে রেখে পৈত্রিক সুত্রে পাওয়া ২০৩ নং খতিয়ান, দাগ নং ১১২, পরিমান ৮৮ শতক ধানী জমি দখলে রেখে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলাম। এ অবস্থায় দুই মাস আগে ওই জমি নিয়ে বড় ভাই মোজাহার আদালতে মামলা করে জমি দখলে নেয়ার চেষ্টা করছিলো।
তিনি বলেন, গত ১৫দিন আগে রোপন করা রোপা আমন ধানের চারা সবুজ রং ধারন করেছিলো। প্রতিপক্ষরা রাতের আধাঁরে জমির পুরো জমির ধানে ঘাষ মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়ায় সবুজ চারা গুলো পুড়ে গেছে। তিনি বলেন, এঘটনায় আদালতে মামলা করবেন বলেও জানান তিনি।
যোগাযোগ করা হলে কাউন্সিলের বড় ভাই মোজাহার আলী বলেন, ওই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি, ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। তবে, তিনি জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়ার বিষয়ে কিছু জানেননা বলে জানান তিনি।
এঘটনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, এঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।