চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে রওনক ইসলাম নামে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়াল নদীর মুংলি সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে। রওনক উপজেলার মুংলি এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং মুংলি অনুপামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রওনকের মামা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রতিদিনের মতো শনিবারও দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার শিখতে যায়। সে সেতুর পিলার ধরে সাঁতার শিখতে চেষ্টা করে। সাঁতার শেখার সময় নদীতে স্রোত আসলে ডুবে যায় সে। খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের চেষ্টায় সাড়ে তিনটার দিকে নদীর গভীর থেকে রওনকের মরদেহ উদ্ধার করা হয়। নিশ্চিত হবার জন্য চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট ফায়ার স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ডুবুরি দল প্রায় দুই ঘন্টার চেষ্টায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বন্ধুদের সাথে বড়ালনদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।