জয়পুরহাট প্রতিনিধি: সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কেজি ‘সাপের বিষ’ উদ্ধার করেছে জয়পুরহাট বিজিবি সদস্যরা। ভারতে পাচারের চেষ্টা করা এসব বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ।
শুক্রবার (২৬ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক জানান, শুক্রবার ভোরে রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দামোদরপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা সাপের বিষ ভারতে পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষগুলি ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে নিয়ে আসেন।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উদ্ধারকৃত ২ কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ২ লাখ টাকা। লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আরও জানান, শুক্রবার রাতে বিরামপুর থানায় সাপের বিষগুলি জমা করাসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।