কাউকে বাদ দিয়ে নয় জোটের বিভাগীয় ষান্মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নগরীতে কাউকে বাদ দিয়ে নয় জোটের বিভাগীয় ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি ও জোটের সহ-সভাপতি মো. ফয়জুল্লাহ চৌধুরী।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর সহ-সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
এসময় ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় ফ্যাসিলিটেটর মানুয়েল টুডু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউকে বাদ দিয়ে নয় জোট রাজশাহীর সদস্য লিয়াকত আলী, ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী প্রকল্প সমন্বয়কারী সুদিপ কুমার ঘোষ, জোটের সদস্য মোহনা, জোটের সদস্য মোস্তফা সরকার বিজলী, সদস্য সুফিয়া খাতুন, সদস্য সমরেশ সরকার সহ জোটের সকল সদস্যবৃন্দ।