চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাসহ ১২ জনের নামে বিস্ফোরক আইনে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, বিস্ফোরক আইনে ১২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও আসামি করা হয়েছে ১৫০-১৬০ জনকে। মামলার পর রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা

গ্রেপ্তার দুইজন হলেন- বারোঘরিয়া ৪ নং ওয়ার্ডের কলোনিপাড়া এলাকার মৃত অহাব আলীর ছেলে টিপু সুলতান এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. কালু উদ্দিন।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মঙ্গলবার (১৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারোঘোরিয়া ব্রিজ সংলগ্ন এলাকা এবং শহরের শান্তি মোড় এলাকায় কোটাবিরোধী আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া পুলিশের কাজে বাধা দেন তারা। এসব অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।