রাজশাহীতে শাটডাউনে যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কারের জন্য ডাকা দেশব্যাপী শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি বিভাগীয় শহর রাজশাহীতে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শহর ঘুরে কোথাও শাটডাউনের সমর্থনে কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতেও স্বাভাবিক কাজ-কর্ম চলছে।

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা মাঠে ছিলেন। তবে বৃহস্পতিবার এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করার প্রতিবাদে আগের দিন বুধবার রাবি শিক্ষার্থীরা প্রশাসন ভবনে উপাচার্য গোলাম সাব্বির সাত্তারকে দুপুরে অবরুদ্ধ করেন। সন্ধ্যায় র‍্যাব, পুলিশ ও বিজিবি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেন। এরপর উপাচার্যকে মুক্ত করে বাসায় পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   বাঘার ৫শত বছরের ঐতিহাসিক ঈদ মেলার ইজারা সম্পন্ন: ইজারা পেলেন মামুন হোসেন

রাবির একাধিক শিক্ষার্থী জানান, সন্ধ্যার ওই অভিযানের পর শিক্ষার্থীদের অনেকেই বাসায় চলে গেছেন। হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, কোথাও শিক্ষার্থীদের জটলা নেই। ক্যাম্পাস অনেকটাই নীরব। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অল্প কিছু পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। ক্যাম্পাসের ভেতরে কোনো পুলিশ নেই। পেছন দিকে চারুকলা বিভাগের পাশে কয়েকজন পুলিশ সদস্য বসে ছিলেন। রাজশাহী কলেজের সামনের দুই ফটকই তালাবদ্ধ দেখা গেছে। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি।

শাটডাউন ডাকা হলেও সকাল থেকে রাজশাহীর বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, শাটডাউনের ব্যাপারে আমরা কিছু জানি না। বাস স্বাভাবিকভাবেই চলছে। কোথাও কেউ বাধাও দেয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশ বক্স ভাঙচুর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকেও নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গেছে। স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, আন্দোলন যখন জোরদার ছিল, তখন রেললাইন অবরোধের কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছিল। এখন স্বাভাবিক রয়েছে। শাটডাউন ডাকা হলেও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।

রাজশাহী মহানগরীতে রিকশা, অটোরিকশা এবং অন্যান্য যানবাহনও স্বাভাবিক চলাচল করতে দেখা গেছে। অন্যান্য দিনের মতো শহরের কিছু কিছু এলাকায় যানজটও দেখা গেছে। দোকানপাট, বিপণিবিতান খোলা রয়েছে। জনজীবনে শাটডাউনের কোনো প্রভাব দেখা যায়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা শাটডাউনের কোনো প্রভাব দেখিনি। তার পরও আমরা সতর্ক আছি। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। কাউকেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না।’