রাজশাহীতে পা কেটে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় পা কেটে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম নুরুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার পাতান আলীর ছেলে।

আরও পড়ুনঃ   গণধর্ষণের পর ব্ল্যাকমেইল করা চক্রের তিনজন গ্রেপ্তার

দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল বাশারর জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম ফজরের নামাজ পড়ে হাটাহাটি করছিলেন।

দুর্বৃত্তরা এসে তার শরীরের ডান পায়ে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠিত

তিনি আরও জানান, নুরুল ইসলামের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা করলে অপরাধীদের দ্রুত খুজে আইনের আওতায় আনা হবে।