অনলাইন ডেস্ক : কোটাবিরোধী আন্দোলনে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৬) বিকেলে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে রাজশাহী মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।