ঐশ্বরিয়াকে ‘কুইন’ ডাকলেন কিম কার্দাশিয়ান

অনলাইন ডেস্ক : বিশ্বের নামিদামি তারকাদের মতো আমেরিকান সুপারমডেল কিম কার্দাশিয়ানও হাজির ছিলেন অনন্ত আম্বানি-রাধিকা মাচেন্টের বিয়েতে। স্যোশাল মিডিয়ায় বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কিম কার্দাশিয়ানের একটি ছবিতে মুগ্ধ নেটিজেনরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের পর কিম রোববার মুম্বাই ছেড়ে যাওয়ার সময়, তার ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার সাথে একটি সেলফি শেয়ার করেছেন।

আরও পড়ুনঃ   আপনার আচরণ এমন হবে ভাবিনি, জামিল আহমেদের উদ্দেশে নূনা

সেলফিটি অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানের সময় তুলেছিলেন তারা। ছবির ক্যাপশনে কিম ঐশ্বরিয়াকে ‘কুইন’ বলে সম্বোধন করেছেন।

এদিকে কিম সেলফি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্যের লিখেছেন ঐশ্বরিয়াই একমাত্র সেলিব্রিটি যার ছবি সুপারমডেল তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

আরও পড়ুনঃ   বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পূজা চেরি

আশীর্বাদ অনুষ্ঠানে কিম তরুণ তাহিলিয়ানির ডিজাইনে একটি গোলাপী লেহেঙ্গার সঙ্গে হীরার নেকলেসে সেজেছিলেন। আর এদিন ঐশ্বরিয়ার পরনে ছিল এমব্রয়ডারি করা একটি কালো জমকালো পোশাক।