বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সোমবার সকাল ১০টায় আঞ্চলিক পরিচালক আবু বাককার-এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক-এর পবিত্র কোরআন তিলায়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর আঞ্চলিক পরিচালক তাঁর স্বাগত বক্তব্যের শুরুতেই বাউবি’র উপাচার্য-এর গতিশীল নেতৃত্বে যুগোপযোগি সিদ্ধান্তের অংশ হিসেবে আঞ্চলিক কেন্দ্রে Central Controlled Signage Display বোর্ড স্থাপন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অতপর: উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সঙ্গে মতবিনিময় ও মাঠ পর্যায়ে বাউবির একাডেমিক প্রোগ্রামের চলমান কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ, আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৪ সুষ্ঠুর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ইনোভেশন ও প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবে নতুন নতুন ধারণা বৃদ্ধিকরণ, সম্পূর্ণ দূর্নীতিমুক্ত থেকে শিক্ষার্থী পরিসেবা নিশ্চিতকরণ, বাজেটে বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, অফিস আধুনিকায়নের পাশাপাশি সুষ্ঠুা কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও বাস্তবায়নে সর্বত্র শুদ্ধাচার চর্চা অব্যাহত রাখাসহ দাপ্তরিক নানা বিষয় নিয়ে আলোকপাত করেন।

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে Central Controlled Signage Display বোর্ড স্থাপন

এরপর ৪টি উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান উপ-আঞ্চলিক পরিচালক গোলাম কিবরিয়া (পাবনা), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ), উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার (নাটোর) ও উপ-আঞ্চলিক পরিচালক শামসুজ্জামান (চাঁপাইনবাবগঞ্জ) গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও অর্থ বিষয়ে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এমএস মোরশেদা খাতুন, প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয়ে উপ-আঞ্চলিক পরিচালক এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক আবু তালেব হোসেন, সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক এমএস শাহানা পারভীন আঞ্চলিক কেন্দ্রের ইন্টারনেটের গতিবৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা এবং তথ্য-প্রযুক্তি বিষয়ে কথা বলেন- প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম।

আরও পড়ুনঃ   আরএমপি'র স্কুল ভিজিটিং কর্মসূচিশুরু

শিক্ষার্থী সেবা বিষয়ে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা এমদাদুল হক এবং এমএ/এমএসএস প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে কথা বলেন সেকশন অফিসার আকলিমা খাতুন। এছাড়াও আঞ্চলিক কেন্দ্রের উচ্চমান সহকারী ওয়ালিদ-উল-ইসলাম, নিম্নমান সহকারী হেলাল উদ্দীন খোন্দকার ও নিম্নমান সহকারী ওলিউল্লাহ নিজ নিজ কার্যাদি সম্পাদনে প্রতিবন্ধকতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার।