আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি: নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যনির্বাহী কমিটি। দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থায় রাজশাহীতে কর্মরত মূলধারার গণমাধ্যমকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের সদস্য হতে পারবেন।

আরও পড়ুনঃ   তানোরে ২৩ বছর পর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী গ্রেপ্তার

এ জন্য আগামীকাল সোমবার (১৫ জুলাই) থেকে আগামী রোববার (২১ জুলাই) পর্যন্ত নগরীর কাদিরগঞ্জে আরইউজে কার্যালয় থেকে ২০০ (দুইশত) টাকার বিনিময়ে আবেদনপত্র- ‘ডি ফরম’ সংগ্রহ করতে হবে। আরইউজে কার্যালয়ে ২২ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং গণমাধ্যমের পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১

পূর্বে আবেদন করেছিলেন, কিন্তু সদস্য হতে পারেননি- এমন গণমাধ্যমকর্মীরাও নতুন করে আবেদন করতে পারবেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী গণমাধ্যমকর্মীদের আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো।