নিখোঁজের ৬ দিন পর জঙ্গলে মিলল যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক : রংপুরের বদরগঞ্জে নিখোঁজের ছয় দিন পর জিকরুল হক (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুল বাড়ি পলিপাড়া গ্রামের পাশে বটতলী ও কদমতলী নামক স্থানে আলালের ইটভাটার পশ্চিমের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত জিকরুল হক দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের মৃত মজমুল হকের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালে বাড়ি থেকে বের হয়ে গেলেও বাড়ি ফেরেননি জিকরুল। পরিবারের লোকজন ভেবেছিল রাতে আসবেন, কিন্তু রাতেও আসেনি। পরে স্বজনরা সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তার কোনো খবর পাওয়া যায়নি। নিখোঁজের ছয় দিন শনিবার পর সকালে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পেয়ে জঙ্গলে গিয়ে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে জানালে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   গৃহবধূর লাশের পাশে হত্যার কথা স্বীকার করে স্বামীর চিঠি

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।