স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরের জিয়ারুল হত্যা মামলার আসামীকে গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজশাহী র্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর অভয়বাজার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃর নাম মুরাদ হোসেন ফেলু (৩২)। তিনি তানোর লালপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হত্যা মামলার পলাতক আসামী ফেলু গোদাগাড়ীর অভয়বাজার কামারপাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে তানোর থানায় সোপর্দ করে র্যাব।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী রাতে তানোর উপজেলা অডিটোরিয়ামে শহিদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে পরিল্পিতভাকে হত্যা করা হয় জিয়ারুলকে। পরে তার বাবা বাদি হয়ে তানোর থানায় একটি হত্যা মসামলা দায়ের করেন। সেই মামলার আসামী ছিলেন ফেলু। ইতোমধ্যে এ মামলার আরো আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।