সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এলআরএফের নিন্দা

অনলাইন ডেস্ক : কোটা বিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর শাহবাগে হামলার হয়েছেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

আরও পড়ুনঃ   বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: আহত ৮

বৃহস্পতিবার রাতে এলআরএফের সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলআরএফ নেতারা।

আরও পড়ুনঃ   বন্ধ করা হবে সাড়ে ৩ হাজার অবৈধ ইটভাটা

হামলার শিকার সাংবাদিকরা হলেন, সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ রিপোর্টার ত্বোহা খান তামিম, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার ও সালাউদ্দিন আল মামুন।