আ.লীগ নেতা বাবুল হত্যা : মেয়র আক্কাছের ফাঁসির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার বাঘা: রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার সকল আসামি গ্রেফতার করে এবং মেয়র আক্কাছের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র লীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ। বক্তব্য রাখেন বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামিউল হোসেন নয়ন, নিহত বাবুলের ছেলে আশিক জাবেদ, ওয়াহেদ সাদিক কবির, সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ প্রমুখ।

আরও পড়ুনঃ   শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

উল্লেখ্য, বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর দুর্নীতি অনিয়মের প্রতিবাদে ২২ জুনের মানববন্ধনে হামলায় বাবুল আহত হন। ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাছকে প্রধান আসামি করে ৪৬ জনে নাম উল্লেখ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মিছিলে স্লোগান ছিল ফাঁসি-ফাসি ফাঁসি চাই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই। বাবুল হত্যা মামলায় প্রধান আসামি আক্কাছ আলীসহ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।