রাস্তা অবরোধের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা : পুলিশ

অনলাইন ডেস্ক : কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পুলিশ সাঁজোয়া যান ও জল কামান নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান করছেন অসংখ্য পুলিশ সদস্য।

পুলিশ বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ সদস্যরা শাহবাগ মোড়ে সতর্ক অবস্থায় নিয়েছেন। শিক্ষার্থীরা যদি রাস্তা অবরোধ করার চেষ্টা করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

আরও পড়ুনঃ   কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ

এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি জোনের এডিসি ইহসানুল ফিরদাউস বলেন, আমরা শুনেছি শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা আসছেন। আজকে তারা শাহবাগ মোড়ে এসে বক্তব্য দিয়ে চলে যাবেন এই তথ্য আমরা জানতে পেরেছি। তারা আজ রাস্তা অবরোধ করবে না বলে এমন তথ্য রয়েছে আমাদের কাছে। তারপরও যদি তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুনঃ   ‘আনার চোরাচালানের সঙ্গে যুক্ত তা আমরা কখনোই বলিনি’

এদিকে বিকেল সাড়ে ৪টার পর থেকে শাহবাগ মোড়ে যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়েছে। হাতেগোনা কয়েকটি গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনকে চলাচল করতে দেখা গেছে। এছাড়া পুলিশ শাহবাগ থেকে বাংলামোটরগামী রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে।