নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নাটোর প্রতিনিধি: মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার আত্রাই টোল প্লাজা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিকআপসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার পাকুড়তলা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোকাদ্দেছ (৬০), গোফরেখি মধ্যপাড়ার মৃত ইনসাফ আলীর ছেলে এমদাদুল (৪৫), নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর মধ্যপাড়ার মোকলেছুর রহমানের ছেলে মিঠু (২৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের আব্বাস মন্ডলের ছেলে নাঈম হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারপাড়ার সাদ্দাম গোছার ছেলে হোসেন আলী (২০), শাহজাদপুর উপজেলার বাগমারা গুচ্ছগ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (২৫)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বুধবার রাতে কাছিকাটা টোল প্লাজা এলাকায় দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের পিকআপ গাড়ি, একটি তালা কাটার যন্ত্র, চাকু, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়। তাঁরা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিমকার্ড ক্রয় করে এবং সেসব নম্বর ব্যবহার করে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও জানান, একই সময় লালপুরের গৌরিপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আলমগীর হোসেনকে (৪৫) রাজশাহীর চারঘাট ও তৈয়ব আলীকে (৩০) পাবনা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।