নগরীতে সংবর্ধিত হলেন পদকপ্রাপ্ত আবু তালহা

স্টাফ রিপোর্টার: গত ২৫ মে অনুষ্ঠিত ইন্ডিয়া-বাংলাদেশ রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ রোপ্য পদক অর্জন করেছেন ইন্ডিপেন্ডেন্ট স্কুলের শিশু শ্রেণির ছাত্র আবু তালহা। সেই উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় নগরীর শিরোইল কলোনীতে অবস্থিত ইন্ডিপেন্ডেন্ট স্কুল প্রাঙ্গণে আবু তালহাকে সংবর্ধিত করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট স্কুলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এসময় ইন্ডিপেন্ডেন্ট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক, সাবেক ব্যাংকার শাহজাহান আলী ও সাবেক ওয়েলফের অফিসার আক্তার হোসেন।