কোটি কোটি টাকা ব্যয় করেও ভবন নির্মাণ করতে পারেনি রেলওয়ে

স্টাফ রিপোর্টার: কোটি কোটি টাকা ব্যয় করেও রাজশাহী প্রধান রেলওয়ে স্টেশনে ভবন নির্মাণ করতে পারেনি রেলপথ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাব কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বুধবার (১০ জুলাই) রাজশাহী রেল ভবনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য ও সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাব কমিটির আহ্বায়ক শফিকুর রহমান। সাব কমিটির সদস্য মোছা. নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জানানো হয়, রাজশাহী প্রধান রেলওয়ে স্টেশনে ১৯৯২-৯৩ সালে সুউচ্চ ভবন নির্মাণের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে পাইলিং করে দ্বিতীয় তলা নির্মাণের পর ক্র্যাক বা ফাটল দেখা দেওয়ায় সেখানে আর ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
এছাড়া রেলপথ মন্ত্রণালয়কে আধুনিকায়নে রাজশাহীতে একটি আধুনিক রেল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা বৈঠকে তুলে ধরা হয়। এসময় সাব কমিটি পুরাতন ভবন ও টিনশেডভবনসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন।
বৈঠকে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, বর্তমান পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী প্রশাসনিক অফিসগুলো বিচ্ছিন্নভাবে আছে। একেকটি অফিস একেক জায়গায়। অনেক অফিস টিনের ছাউনি দিয়ে তৈরি। এ অবস্থার উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলভবন নির্মাণ করা হবে। যেখানে একই ছাদের তলে রাজশাহী রেলের সকল প্রশাসনিক অফিসগুলোকে আনা হবে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির রাজশাহী পরিদর্শন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় এসব কথা বলেন সংসদ সদস্য।
বৈঠকে ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি’র সচিব তারিক মাহমুদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব হাসান মাহমুদসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে প্রশাসনিক অফিসগুলো ঘুরে দেখেন অতিথিরা। সভার শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় অতিথিদের।