শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা হতে নগদ টাকাসহ ২২ জুয়ারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড গোধুলী মার্কেটের নীচ তলা আরিফ হোসেন (৪৫) এর ভাড়া রুমে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকাসহ ২২ জুয়ারিকে গ্রেফতার করেছে। এসময় ৪৭ প্যাকেট তাস, ৫২টি বিভিন্ন রঙের খোলা তাস, মোবাইল ফোন-২৪ টি, সিম-৩৫টি এবং মোটরসাইকেল-২টি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- সেলিম রেজা (৩৮), পিতা মো. শাহজাহান শেখ, সাং- শিরোইল স্টেশন পাড়া; হাবিবুর রহমান বিপ্লব (৪২), পিতা- মৃত এবাদুল্লাহ মন্ডল, সাং- ৩১ রায়পুর বাজার, ঘোড়ামারা; আলীউল আজিম(৪২), পিতা- মৃত আলমগীর হোসেন, সাং-পাটান পাড়া; সোহেল রানা (৩৫), পিতা- মৃত মুকুল আলী, সাং-রানীনগর হাদির মোড়; মেহেদী হাসান দীপু (৩৬), পিতা- মৃত আ. মালেক স্বপন, সাং-সফুরা; আ. রশিদ (৪৩), পিতা- মৃত খায়ের উদ্দিন, সাং-বর্ণালী, আমবাগান, বাসা নং-৪,৭; শফিকুল ইসলাম (৪৫), পিতা- বাবুজান, সাং-শিরোইল মোল্লা মিল; সাগর শেখ (৪২), পিতা-মৃত-টুলু শেখ, সাং-শিরোইল স্টেশন পাড়া, বাসা নং- ৫৪; বেলাল হোসেন (৫২), পিতা- মনিরুল ইসলাম, সাং-হোসেনীগঞ্জ, বাসা সাং-ডি/১৭২, সকলের থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর; ছামিউল ইসলাম জনি (৩২), পিতা নুরুল ইসলাম, সাং-ছোট বনগ্রাম পুর্ব পাড়া; খোকন (৫০), পিতা- মৃত মোসলেম সরদার, সাং- আসাম কলোনী বউ বাজার; শাহীন আলী (৪৩) ,পিতা- মো. রওশন আলী, সাং- শিরোইল কলোনী; হাবিবুর রহামন (৫৮), পিতা- মৃত আ. হামিদ সরকার, সাং-শিরোইল কলোনী; গিয়াস উদ্দিন (৪৫), পিতা- মৃত আউয়াল ভূইয়া, সাং-ছোট বনগ্রাম পুর্ব পাড়া; মুক্তার হোসেন মুক্তা (৩৮), পিতা আমির হোসেন, সাং-হাজরা পুকুর গাবতলী, সকলের থানা- চন্দ্রিমা,রাজশাহী মহানগর। আলমগীর হোসেন (৪৫), পিতা-মৃত নাজিম মোল্লা, সাং-বড় বনগ্রাম, ভাড়ালী পাড়া; সম্রাট (২৮), পিতা- মো. আকসাম, সাং-বড় বনগ্রাম ফুলতলা, উভয় থানা-শাহমখদুম, রাজশাহী মহানগর; শ্রী দীপক কুমার সরকার (৩৫),পিতা-দিলীপ সরকার, সাং-নাপিত পাড়া, থানা-সদর, নওগাঁ এপি-মৌচাক হোটেল, স্টেশন রোড, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগর; মাসুদ রানা (৩৮), পিতা- মৃত আ. মজিদ,সাং- মুক্তার পুর, থানা-চারঘাট, জেলা-রাজমাহী; হায়দার আলী (৬২), পিতা- মৃত আ. রশিদ, সাং- গুরিপাড়া, চারখোটার মোড়, থানা-কাশিয়াডাংগা, রাজশাহী; রফিকুল ইসলাম (৩৭), পিতা-মো. সৈয়দ আলী, সাং-মধুসুদন পুর, থানা-পবা, রাজশাহী, ২২। মোঃ জিয়াউর রহমান (৩৪), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-বসুয়া, থানা-রাজপাড়া।
আসামীরা স্বীকার করে যে, তারা জুয়া আসরের মুল হোতা পলাতক আসামী আরিফ শেখ এর ভাড়া ঘরে তার তত্বাবধানে ঘটনাস্থলে তারা প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা নিয়মিত জুয়া খেলে এবং এর ধারাবাহিকতায় ঘটনার সময়ও জুয়া খেলছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।