সংবাদ বিজ্ঞপ্তি: গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর বোর্ড রুমে ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের ৩য় মাসিক সভা শেষে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক পরিচালক ও সদস্য এবং এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল পূনরায় “সিআইপি” (রপ্তানী ও ট্রেড)-২০২২ নির্বাচিত ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সদস্য তৌরিদ আল মাসুদ রনি রাজশাহী মহানগর যুবলীগের “সাধারণ সম্পাদক” নির্বাচিত হওয়ায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সভাপতি মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে উভয়কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ ফরিদ উদ্দিন, তৌরিদ আল মাসুদ, সাদরুল ইসলাম, হারুনুর রশীদ, মাসুম সরকার, সাজ্জাদ আলী, কবির হোসেন, কামরুজ্জামান, নাজমুল হোসেন, তৌহিদ হাসান, আশিকুর রহমান, মামুনার রশীদ, মতিউল হক, এসএম আইয়ুবসহ সচিবালয়ের সচিব মুয়াক্ষেরুল হুদা এবং সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন।
রাজশাহী চেম্বারের পক্ষ থেকে আওয়াল ও রনিকে ফুলেল শুভেচ্ছা
