বাঘায় ৩৭৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার বাঘা : রাজশাহীর বাঘায় ৩৭৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার কলিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাঘা থানার এসআই শাহনেওয়াজ সজল জানান, রাজশাহী-র‌্যাব-৫ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকার ঝন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই সময় বাড়ির পাশে আম বাগানে ব্যবসায়ী ঝন্টুর স্ত্রীর শামসুল নাহার (২৫) ও সেবনকারী আতারপাড়া চরের ইব্রাহীম হোসেনের ছেলে রুবেল হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ পক্ষে এসআই মোনিনুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সোহেব খাঁন জানান, সোমবার দুপুরে তাদের রাজশাহীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   ফসলি জমিতে পুকুর খনন নিয়ে সংঘর্ষ, আহত ১২