চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর দীর্ঘ অর্ধযুগ আর মাঠে গড়ায়নি এই আসর। তবে অপেক্ষা শেষ হচ্ছে। পাকিস্তানের মাটিতে আগামীবছর আবারো বসতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এই আসর।

এখনো আনুষ্ঠানিকভাবে এই আসরের সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ব্রিটিশ গণমাধ্যম দৈনিক দ্য টেলিগ্রাফ ইতোমধ্যেই প্রকাশ করেছে গ্রুপ পর্বের সূচি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই আসর।

আরও পড়ুনঃ   ৩ পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের একাদশ

আসর শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে পরদিনই। লাহোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

লাহোরে ম্যাচ শেষে বাংলাদেশ দল চলে যাবে রাওয়ালপিন্ডিতে। সেখানে ২৪ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। এরপর শেষ ম্যাচের জন্য আবার ফিরতে হবে লাহোরে। ২৭ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের গ্রুপপর্বের ম্যাচ।

আরও পড়ুনঃ   পাকিস্তানকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বানাতে চান গিলেস্পি

টেলিগ্রাফের তথ্য মতে, একনজরে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সময়সূচি-

২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত – লাহোর

২৪ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ – রাওয়ালপিন্ডি

২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড – লাহোর