শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হুনুমান জিউর আখড়া মন্দির প্রাঙ্গন থেকে এক রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। রথ শোভাযাত্রায় উপস্থিত থেকে উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার: গ্রেফতার ১০

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মহানগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগর সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক মৃদুল সাহা, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ সরকার, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি এ্যাড. শরৎ চন্দ্র সরকার, মহানগর আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. মোহন সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন হুনুমান জিউর আখড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ।

আরও পড়ুনঃ   অনিয়ম ধরতে স্কুলে হাজির এমপি আসাদ

শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে হুনুমান জিউর আখড়া মন্দির প্রাঙ্গনে এসে কয়েক হাজার ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।