স্টাফ রিপোর্টার : গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের তিন সদস্যকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন- প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু ও কোষাধ্যক্ষ মিঠু রানা।
আজ রবিবার বিকালে চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে সিনিয়র সদস্য ইসরাইল হোসেন সরকারের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সকল সদস্যের সর্ব সম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামানকে নতুন সভাপতি হিসাবে ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা অভিযোগ তোলেন, সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সভাপতির আপন ভাগ্নে সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু এবং সভাপতির ভগ্নিপতি কোষাধ্যক্ষ মিঠু রানা যোগসাজশ করে প্রেসক্লাবের উন্নয়নকাজে বরাদ্দকৃত টিআরসহ বিভিন্ন বরাদ্দের টাকার কার্য নির্বাহী কমিটির কাছে হিসাব দিতে অপারগতা প্রকাশ করেন।
গত ২৭ মার্চ অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সদস্যবৃন্দ জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা চারঘাট প্রেসক্লাবের সাথে সম্পর্ক রাখবেনা মর্মে জানিয়ে দেয়। তারপরও কমিটির উপদেষ্টা মন্ডলী এবং সদস্যবৃন্দ সভাপতি এবং তার দুই আত্নীয়কে এক মাস ভেবে সিদ্ধান্ত নেবার আহবান জানায়। যা ২৭ মার্চের কার্যনির্বাহী সভার কার্যবিবরণীতে লিখিতভাবে উল্লেখ আছে। কিন্তু দুই মাসের অধিক সময় অতিবাহিত হলেও অব্যাহতি প্রাপ্তরা প্রেসক্লাবের সাধারণ মিটিংয়ের বারবার আহ্বান জানানো হলেও উপস্থিত হতে রাজি হননি।
সেই সঙ্গে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি বিভিন্ন ধরনের অনিয়ম চালিয়ে যায়। এতে সাংবাদিকদের একতা বিনষ্ট হতে চলেছে এবং প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম বিনষ্ট হচ্ছে। এজন্য রবিবার প্রেসক্লাবের সাধারণ সভায় উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দ অভিযুক্ত তিনজন সদস্যকে অব্যাহতি প্রদান করা ও নতুন সভাপতি হিসাবে মোঃ কামরুজ্জামানকে দায়িত্ব দেবার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কামরুজ্জামান (দৈনিক মানবজমিন ও রাজশাহী সংবাদ), সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সনি (দৈনিক সমকাল), যুগ্ন সাধারণ সম্পাদক সজীব রানা (দৈনিক বার্তা ও প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার সম্পাদক পিন্টু আলী (গণধ্বনি প্রতিদিন), কার্যনিবাহী সদস্য ইসরাইল হোসেন সরকার (আমাদের অর্থনীতি), ওবাইদুর রহমান রিগেন (ডেইলি আওয়ার টাইমস), আব্দুল মতিন (সকালের সময়), জিল্লুর রহমান টিপু (দৈনিক আমাদের রাজশাহী) ও সাইফুল ইসলাম রায়হান (দৈনিক উত্তরা প্রতিদিন)। এছাড়াও সভায় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম বাদশা উপস্থিত ছিলেন।