রাজশাহীতে ভাঙা রেললাইনে চটের বস্তা গুঁজে চলছে ট্রেন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রেললাইনের ভাঙা অংশের ওপরে চটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। নগরীর বুধপাড়া গনির মোড় রেলক্রসিংয়ে (৫৮ নম্বর রেলব্রিজ) ট্রেনের লাইন ভেঙে গেছে। শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে স্থানীয়রা রেললাইনে একটি অংশ ভাঙা অবস্থায় দেখলে তা রেলওয়ের কর্মীদের জানায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা অংশে বস্তা গুঁজে মেরামতের কাজের প্রস্তুতি শুরু করে।

আরও পড়ুনঃ   বাগমারা'য় পানিতে ডুবে সাংবাদিক ইসরাফিল-এর ভাতিজির মর্মান্তিক মৃত্যু

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ট্রেনের লাইনটি ভেঙেছে। সকালে রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ধীর গতিতে যায়। এরপর সিল্কসিটি এক্সপ্রেসও সেই ভাঙা রেললাইনের ওপর দিয়ে অতিক্রম করে। অন্য ট্রেনগুলো এভাবেই চলাচল করছে।

রেলওয়ের কর্মীসহ আরও কয়েকজন এসে ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে রেলওয়ের আরও কয়েকজন কর্মীরা এসে ঘটনাস্থল মেরামতের জন্য কাজ শুরু করে। তবে বর্তমানে চটের বস্তা ভাঙা স্থানে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০,মাদকদ্রব্য উদ্ধার

এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, রেলের কর্মীরা কাজ করছেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।