হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারা থানার ওসি তদন্ত হিসেবে এসএম মাকছুদুর রহমান যোগদান করেছেন। একই পদে কর্মরত সবুজ রানা অন্যত্র বদলি হওয়ায় তিনি বাগমারা থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে ২৬জুন যোগদান করেন।
এসএম মাকছুদুর রহমান ইতোপূর্বে সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ এর পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
সদ্য যোগদান করা বাগমারা থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম মাকছুদুর রহমান বলেন, এই থানায় নতুন যোগদান করেছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।