বাউবি পরিচালিত এসএসসি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও বই উৎসব

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগামের 2024-2025 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও বই উৎসব 05 জুলাই 2024 তারিখ শুক্রবার সকাল 10:00টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্র এবং পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন 13টি স্টাডি সেন্টারে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়। গত বছরের মতো এবারও ওরিয়েন্টেশন ও বই বিতরণ উৎসব উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ এবং স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরগণ উপস্থিত ছিলেন। স্ব-স্ব স্টাডি সেন্টারে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন স্টাডি সেন্টারে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবে অংশগ্রহণ করেন।