স্বামীর বিরুদ্ধে চুরির সাক্ষ্য দিতে চাওয়ায় স্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার : নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুফিয়া বেগম উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামের আসমত আলীর স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৭

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আসমত আলীর চুরি করার অভ্যাস ছিল। পটল চুরি করায় আজকেও এলাকায় তাকে নিয়ে সালিস হওয়ার কথা ছিল। স্বামী চুরি করায় সেই শালিসে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেবেন বলে জানায় স্ত্রী সুফিয়া বেগম। এ নিয়ে গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সুফিয়া বেগমের গলা কেটে হত্যা করে আসমত আলী।

আরও পড়ুনঃ   দেশের সব থানায় পুরোদমে কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে আসমত আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।