সোনার চেইন নিয়ে পালাল ছিনতাইকারী, দৌড়ে ধরলেন ট্রাফিক এটিএসআই

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানী থেকে নারী পথচারীর গলা সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের এটিএসআই রাকিবুল। পরে আটককে বনানী থানায় সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুজ পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুনঃ   মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

ফেসবুক পোস্টে বলা হয়, গতকাল সন্ধ্যায় বনানীতে শেরাটন হোটেলের সামনে একজন নারী পথচারীর গলায় থাকা সোনার চেইন টান দিয়ে নিয়ে পালাচ্ছিল এক ছিনতাইকারী। ঘটনাটি তাৎক্ষণিক নজরে আসে সেখানে দায়িত্বরত ট্রাফিক সদস্য রাকিবুল ও কন্সটেবল সোহেলের। তারা পথচারীদের সহায়তায় ধাওয়া করে সেই ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে বনানী থানায় সেই ছিনতাইকারী ও চেইন বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   বিশ্ব ইজতেমা শুরু-লাখো ধর্মপ্রাণ মুসল্লির জমায়েত