পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শরিফুল ইসলাম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার মো: জমির উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: শরিফুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৬৬ হাজার ৯৪ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২৬ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: শরিফুল ইসলামকে পবা থানার বাগধানী এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ   ‘অনলাইন ক্যাম্পেইন’ ঘোষণা দিয়ে অবরোধ তুলে নিলেন রাবি শিক্ষার্থীরা

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা পৌনে ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: শরিফুল ইসলামকে বাগধানী এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   তানোরে পরোকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।