অনলাইন ডেস্ক : অভিনেত্রী নোরা ফাতেহি। ক্যারিয়ারের শুরু থেকেই নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। অনেকেই নোরাকে উপদেশ দিয়েছিলেন শুরুতে আইটেম ডান্সের প্রস্তাব না গ্রহণ করতে। তাহলে কোনও দিন অভিনেত্রী হতে পারবেন না।
নোরা এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলায় বিশ্বাসী নন তিনি। তাই নিজের ট্যালেন্ট উপস্থাপন করতে যা যা করতে হয়, তিনি সব সুযোগই কাজে লাগিয়েছিলেন। বলিউডে রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি।
দিন দিন লুক পাল্টে যেতে দেখা গিয়েছে নোরা ফাতেহির ক্ষেত্রে। আর তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এল অন্য ছবি। নোরা ফাতেহির প্রথমদিকের লুক। অনেকেই জানেন, বলিউডের অন্দরমহলে নোরা ফাতেহি ও প্রিন্স নারুলার প্রেম নিত্যদিন চর্চায় থাকে।
এই জুটির একাধিক ছবি থেকে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না তাদের। তবে এই জুটি যতবার একসঙ্গে প্রকাশ্যে এসেছেন, ততবারই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার সামনে আসলো তাদেরই এক পুরোনো ছবি।
কিছু বছর আগেও নোরাকে যেমন দেখতে ছিল, এখন তার থেকে আকাশপাতাল তফাত। আর তা দেখেই নেটিজেনদের একজন কটাক্ষ করে মন্তব্য করলেন, ‘৩০০ অপারেশনের আগে’ ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরার সেই সকল পুরোনো ছবি থেকে ভিডিও যখন মাঝে মধ্যেই সামনে উঠে আসে, তখনই নেটদুনিয়াতে অনুরাগীদের মাঝে কটাক্ষের শিকার হতে হয়।