রাজশাহী-কলকাতা ট্রেন চালুর ঘোষণায় শ্রমিক লীগের আনন্দ র‍্যালি

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশের রাজশাহী মহানগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল চালু হতে যাচ্ছে। ২২জুন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালী শুরু হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার সহ গ্রেফতার ১২

র‌্যালি শেষে সমাবেশে বক্তাবরা বলেন, রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এটি রাসিক মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতিও। অবশেষে এই ট্রেন সার্ভিস চালুর ঘোষণায় আমরা অনেক আনন্দিত। আমরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

এ সময় জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আখতার আলী সহ মহানগর, থানা ও বিভিন্ন ইউনিটের সভাপতি ওসাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।