অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাবেক পরিচালক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন খলিফার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
সোমবার (২৪ জুন) বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে পাঠানো পৃথক শোকবার্তায় বলা হয়, বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিনের মৃত্যুতে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এবং স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন গভীরভাবে শোকাহত। এই অবস্থায় দুই সংগঠনের পক্ষ থেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
সোমবার ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. জামাল উদ্দিন।
১৯৫৩ সালের ১২ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলখানকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. জামাল উদ্দিন। তিনি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ও পরিচালক (মানব সম্পদ) ছিলেন। এছাড়া এই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।