নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা থানার তে-বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: নজরুল ইসলাম (৩৯) রাজশাহী মহানগরীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার নূর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২১ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নজরুল ইসলাম পবা থানার তে-বাড়িয়া এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাবির গ্রীষ্মকালীন ছুটি সমন্বয়, একত্রে ইদুল আজহায় ২৩ দিনের ছুটি

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি নজরুল ইসলামকে তে-বাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   নগরীতে কিশোরদের বিভিন্ন অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।